You dont have javascript enabled! Please enable it!

সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর: স্বরাষ্ট্র দফতরের ঘােষণা

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে রােববার স্বরাষ্ট্র দফতরের এক প্রেস নােটে পূর্ণ ঘােষণা করা হয়। প্রেসনােটে এই আস্থা প্রকাশ করা হয় যে, শান্তি-শৃঙ্খলা রক্ষাকে সুনিশ্চিত করার ব্যাপারে জনগণ সরকারের উদ্বেগ সম্পূর্ণভাবে উপলব্ধি করবেন। উক্ত প্রেসনােটে আশা প্রকাশ করা হয় যে, প্রশাসনিক কর্তৃপক্ষের আইন ও শৃঙ্খলা রক্ষার কাজে আইনানুগ, শান্তিপ্রিয় গণতন্ত্রমনা নাগরিকগণ পূর্ণ সহযােগিতা করবেন। প্রেসনােটে বলা হয়, এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যখন ২০ জানুয়ারি একই সময়ে দুইটি পৃথক রাজনৈতিক দল পল্টন ময়দানে গণজমায়েত আহ্বান করেছে। একটি দল প্রকাশ্যে গােলযােগের উস্কানি দিচ্ছে। এই হুমকির ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা ব্যাহত হবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং জনজীবনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় জনগণের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সরকার নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতে পারে না। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের উদ্বেগের ফলে, সরকার জনমনে শান্তি ও আস্থার ভাব বজায় রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। আর এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকা শহর, নারায়ণগঞ্জ এবং শহরতলীর কয়েকটি এলাকায় সকল প্রকার সভাসমিতি, জনসভা, পথসভা, গণজমায়েত, শােভাযাত্রা নিষিদ্ধ করে আদেশ জারি করতে বাধ্য হচ্ছে। এই আদেশ আজ সােমবার সকাল ৬ টা থেকে বলবৎ হবে। প্রেসনােটে আইন ও গণতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি নাগরিকের কাছ থেকে পর্যাপ্ত সহযােগিতা কামনা করা হয়েছে। ৪৬

রেফারেন্স: ১৩ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!