You dont have javascript enabled! Please enable it! 1974.01.12 | সােনার বাংলা সৃষ্টির জন্য সুষ্ঠু মানসিকতা গড়ে তুলুন: তাজউদ্দীন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সােনার বাংলা সৃষ্টির জন্য সুষ্ঠু মানসিকতা গড়ে তুলুন: তাজউদ্দীন

ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ ভবিষ্যৎ নেতৃত্ব যথাযথভাবে গ্রহণ করার উদ্দেশ্যে দেশের শিশুদেরকে সম্ভাব্য সকল প্রকার সুযােগ-সুবিধা প্রদানে উপযােগী ও বাস্তবমুখী প্রকল্পের উপর গুরুত্ব আরােপ করেছেন। শনিবার সকালে মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাজকল্যাণ সংস্থার জাতীয় সম্মেলনে এক সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে ‘যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সমাজ কল্যাণ সংস্থার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে জনাব তাজউদ্দীন ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, জাতির বৃহত্তর স্বার্থে ছােট বড় জাতিধর্ম নির্বিশেষে সকল শিশুদের প্রতি তাদের মানসিকতা উন্নয়নে সমপরিমাণ সুযােগ-সুবিধা প্রদান করতে হবে। শিশুদের মানসিকতা উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি সমাজকল্যাণ সংস্থার প্রতি আবেদন জানিয়েছেন। তিনি বলেন, শিশুদের মানসিকতার উন্নতি না হলে ‘সােনার বাংলা গড়া মােটেই সম্ভব নয়। শিশুদের কল্যাণ ছাড়া ভালাে সমাজের কথা কল্পনা করা যায় না। তাদের গড়ে তােলার জন্য সমাজকল্যাণ সংস্থার দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সকল শিশুদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব বহন করার জন্য জনাব তাজউদ্দীন আহমেদ দেশের নারী জাতির প্রতি আবেদন জানিয়েছেন। সমাজে বীরঙ্গনাদের সমপরিমাণ সুযােগ-সুবিধা প্রণয়নেও মন্ত্রী গুরুত্ব আরােপ করেছেন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জনাব এ, এম, মােজাম্মেল হােসেন। তাছাড়া সাহার আহমেদ শিশু কল্যাণ কর্মসূচি বৃদ্ধির প্রয়ােজনীয়তার উপর একটি প্রবন্ধ পাঠ করেন। ভারতীয় প্রতিনিধি দলও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।৪১

রেফারেন্স: ১২ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত