You dont have javascript enabled! Please enable it! 1974.01.12 | বিশৃংখলা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিশৃংখলা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী যে কোনােরূপ কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনাব রাজ্জাক বিকেলে বাংলাদেশ বাস্তুহারা সমিতির ঢাকা শহর ইউনিটগুলির সদস্যদের এক সভায় ভাষণদান কালে এ কথা বলেন। তিনি এই অভিযােগ করেন। যে, জাতীয় সমাজতান্ত্রিক দলের ন্যায় কতিপয় রাজনৈতিক দল দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের শ্লোগানের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনাব রাজ্জাক আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে সাফল্যমণ্ডিত করে তােলাতে সব রকম প্রচেষ্টা গ্রহণের জন্য সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ বাস্তুহারা সমিতির সভাপতি জনাব মাহফুজুল বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে এই সভায় সমিতির সাধারণ সম্পাদক জনাব। এম এ কাশেমও ভাষণ দান করেন। জনাব বারী তার সংক্ষিপ্ত ভাষণে জাতির বৃহত্তর স্বার্থ ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।৪৩

রেফারেন্স: ১২ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত