বাংলাদেশ-ভারত আলােচনা পূর্ণ সমঝােতার মধ্যে সমাপ্ত
ঢাকা: ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে পূর্ণ সমঝােতা ও সন্তোষ প্রকাশ করে বিকেলে ইন্দো-বাংলাদেশ অফিসার পর্যায়ের তিনদিন ব্যাপী আলােচনা বৈঠকের সমাপ্তি ঘােষণা করা হয়। ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির এই আলােচনা বৈঠক গত ৩ দিনে মােট ১৫ ঘণ্টা ধরে চলে। ভারতীয় প্রতিনিধি দলের নেতা মি. কেওয়াল সিং আলােচনা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন যে, পূর্ণ সমঝােতার মধ্যে এই আলােচনা অনুষ্ঠিত হয়। যার ফলে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরাে শক্তিশালী হয়ে উঠবে। একজন সরকারি মুখপাত্র এই আলােচনার বিবরণ দান করতে গিয়ে জানান যে, উপমহাদেশে ত্রিমুখী লােক বিনিময় কাজ আরাে দ্রুততর করার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষ সম্মত হয়। উভয় দেশের মধ্যে ভ্রমণ ও বর্তমান পাসপাের্ট ব্যবস্থা সম্পর্কেও আলােচনা করা হয়। উভয়পক্ষ দ্বি-পাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযােগিতা নিয়েও পর্যালােচনা করেন। মুখপাত্রটি এক প্রশ্নের উত্তরে বলেন যে, বাংলাদেশে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রশ্ন এখনাে চূড়ান্ত করা হয় নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের পূর্বেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।৩৮
রেফারেন্স: ১১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত