You dont have javascript enabled! Please enable it! 1974.01.09 | ১৬ জানুয়ারি আইএমএফ সম্মেলন, বিশ্বব্যাংকের ইতিবাচক হতে পারে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

১৬ জানুয়ারি আইএমএফ সম্মেলন, বিশ্বব্যাংকের ইতিবাচক হতে পারে

ঢাকা: ১৬ জানুয়ারি রােমে আন্তর্জাতিক অর্থ তহবিলের যে সম্মেলন শুরু হচ্ছে তাতে বাংলাদেশে অর্থনৈতিক সাহায্যের বিষয়টি উত্থাপিত করা হবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন সম্মেলনে যােগদান করবেন। ইতােমধ্যেই বিশ্বব্যাংকের বিশেষজ্ঞগণ বাংলাদেশের পাঁচশালা পরিকল্পনা বিবেচনা করে দেখেছেন বলে প্রকাশ। বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞগণ বাংলাদেশের পাঁচশালাকে বাস্তবমুখী, যুক্তিসংগত এবং পরিমিত বলে মতাে প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী উন্নত দেশের প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়াম গঠনের জন্য বিশেষ জোর দিবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের নাইরােবির মিটিংয়েও বাংলাদেশের পাঁচশালা পরিকল্পনায় বিশ্বব্যাংকের সাহায্যের ব্যাপারেও আলােচনা হয়েছিল। এর ফলে বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের সাহায্যের ব্যাপারে আলােচনা হয়েছিল। এর ফলে বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের নিকট সাবেক পূর্ব পাকিস্তানে কত টাকা ঋণ দেয়া হয়েছিল তার হিসেব প্রেরণ করতে বলা হয়। এবারের আই এম এফ এর রােম সম্মেলনে বাংলাদেশের পাঁচশালা পরিকল্পনা বিশ্বব্যাংকের সাহায্যের বিষয়টি সুষ্পষ্ট রূপ নিতে পারে। অবশ্য আই এম এফ বিশ্ব ব্যাংকের মূল সংস্থা না হওয়ায় কনসাের্টিয়াম গঠন সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য যে, পাঁচশালা পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর বিশ্ব ব্যাংকের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞরা বাংলাদেশ সফর করে। তারা পাঁচশালা পরিকল্পনার বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। পরিকল্পনায় প্রকল্পগুলােকে তারা গুরুত্বপূর্ণ ও জরুরি বলে অভিহিত করেন।২৯

রেফারেন্স: ৯ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত