You dont have javascript enabled! Please enable it!

স্বাধীনতার শত্রুরা বেশ তৎপর হয়ে উঠেছে

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ স্বাধীনতার শত্রুদের নির্মূল করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার সােনার ফসল বাংলার ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব তােফায়েল আহমেদ মঙ্গলবার ঢাকায় লালবাগ ইউনিয়ন আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন। ঢাকা নগর আওয়ামী লীগের সভপতি গাজী গােলাম মােস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাকও ভাষণ দান করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জনাব আবদুর রাজ্জাক বলেন, স্বাধীনতার শত্রুরা তৎপর। তারা প্রকাশ্য জনসভায় উস্কানি দিচ্ছে। জনাব রাজ্জাক তাদের দমানাের জন্য আওয়ামী লীগ কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। প্রধান অতিথির ভাষণে জনাব তােফায়েল আহমেদ বলেন, স্বাধীনতা বিরােধীরা আবার দেশে সংঘবদ্ধ হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্তের দোসররা ২০ তারিখে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না বলে তিনি উল্লেখ করেন। জনাব তােফায়েল বলেন, কেউ যদি বিশঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আওয়ামী লীগ তার জব একদিনেই দেবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আরও বলেন, কোনাে কোনাে রাজনৈতিক দল পল্টনে সভা করে দেশের যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ চায় না দেশের যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন হােক। পাকিস্তান বাহিনীর ৩শত পুল ভেঙে দেয়ায় জাতিকে অনেক মূল্য দিতে হয়েছে। প্রসঙ্গত হুঁশিয়ারি করে দেন যে, কেউ যদি আবার পুল ভাঙার চেষ্টা করে তবে তার সমুচিত জবাব দেয়া হবে। জনাব তােফায়েল আহমেদ বিভিন্ন স্থানে। আওয়ামী লীগ কর্মীদের হত্যার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, কেবল হত্যা করে কেউ ফায়দা লুটতে পারে না। তিনি বলেন, মুষ্টিমেয় লােকের জন্য আওয়ামী লীগের বদনাম হয়েছে। আওয়ামী লীগকে ত্রুটিমুক্ত করার স্বার্থে সংগঠন থেকে এ সমস্ত লােক বের করে দেয়ার জন্য তিনি নেতৃত্বের কাছে আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগে দুর্নীতিবাজদের কোনাে ঠাই নাই।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক স্বাধীনতা বিরােধী চক্রকে দমন করার জন্য আওয়ামী লীগ কর্মীদের ডাক দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন শান্তি ও সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বিদেশি বন্ধু রাষ্ট্র সাহায্যের হাত প্রসারিত করছে। তখন বিদেশি এজেন্টরা পুনরায় দেশে গােলযােগ করার চেষ্টা করছে এবং শিল্পে উস্কানি দিয়ে উৎপাদন ব্যাহত করার প্রয়াস পাচ্ছে। তিনি অভিযােগ করেন যে, বাংলাদেশকে চীন ও পাকিস্তানের কলোনি করার চক্রান্ত চলছে। জনৈক বয়ােবৃদ্ধ নেতা চোর, ডাকাত, লুটেরা ও নারী ধর্ষণকারীদের জন্য পল্টনে প্রকাশ্যে দোয়া করেছেন বলেও তিনি বক্তৃতায় উল্লেখ করেন। জনাব আবদুর রাজ্জাক ঘােষণা করেন, মওলানা ভাসানী অথবা জাসদ যদি ২০ টাকা মণ দরে চাল খাওয়াতে পারে তবে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত। জাতীয় সমাজতান্ত্রিক দল অস্ত্র প্রয়ােগের যে হুমকি দিয়েছে সে প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত রয়েছে। সে আর যুদ্ধ চায় না। তবে কেউ যদি অস্ত্রের ভাষায় কথা বলে আওয়ামী লীগ তার জবাব অস্ত্রের মাধ্যমেই দিবে। আওয়ামী লীগ নেতা শােষিত জনগণের দল হিসেবে আওয়ামী লীগকে গড়ে তােলার জন্য দলীয় কর্মীদের ত্যাগের মনােভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত তিনি বলেন যে, ২০ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের সমাপ্তি দিবসে পল্টন ময়দানে গণজমায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২০ তারিখে আওয়ামী লীগ স্বাধীনতার দুশমনদের চিরতরে দমন করবে না। হয় দু লক্ষ আওয়ামী লীগ কর্মী শাহাদাত বরণ করবে। জনাব রাজ্জাক দলে দলে যােগদান করে। পল্টন ময়দানে আওয়ামী লীগের গণজমায়েতকে সফল করে তােলার জন্য দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা এবং সহ সভাপতি জনাব ফজলুল করিমও বক্তৃতা করেন।২৭

রেফারেন্স: ৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!