কৃষি উৎপাদন বৃদ্ধির দ্বারাই অর্থনৈতিক স্বাবলম্বন সম্ভব
সাতবাড়িয়া: কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ দেশের সর্বশ্রেণির মানুষকে বাংলাদেশ গড়ে তােলার জন্য অবিরাম কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন যে, জাতির সুখ সমৃদ্ধির জন্য উন্নয়নমূলক কাজে জনগণের সর্বাত্মক ও সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক। কৃষিমন্ত্রী আজ স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে এক জনসভায় বক্তৃতা দেন। জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব উল্লেখ প্রসঙ্গে জনাব সামাদ জাতির সম্পদ বৃদ্ধির জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির প্রয়ােজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন যে, কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেই আমাদের পরনির্ভরশীলতা দূর হবে। তিনি বলেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে চাষীদের প্রয়ােজন মেটানাের জন্য দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, চলতি বছর সেচের জন্য ৩৫ হাজার পাওয়ার পাম্প দেয়া হচ্ছে। গত বছর ৩৩ হাজার দেয়া হয়েছিল। এ ছাড়া আরও ১০ হাজার অতিরিক্ত পাওয়ার পাম্প ক্রয় করার পরিকল্পনা করছে। তিনি বলেন, এই ১০ হাজার অতিরিক্ত পাম্প আগামী সালেই কৃষিক্ষেত্রে নিয়ােজিত করার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন যে, জয়দেবপুর মেশিন টুলস ফ্যাক্টরিতে এসব পাম্প তৈরিরও ব্যবস্থা চলছে। কৃষিমন্ত্রী আরও বলেন যে, কৃষি উন্নয়নের জন্য বঙ্গবন্ধু পুরস্কার চালু করা হয়েছে।২৮
রেফারেন্স: ৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত