You dont have javascript enabled! Please enable it!

স্বাধীনতা ও বঙ্গবন্ধু

ঢাকা: আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কর্মী শাখা এবং জনগণের প্রতি আহ্বান জানানাে হয়। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকা প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে সােমবার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন, ১০ জানুয়ারি শত্রু কবলিত বন্দিশালা হতে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের পর বিধ্বস্ত বাংলাদেশকে শতাধিক রাষ্ট্রের স্বীকৃতি, ব্যাংক, বীমা, শিল্প জাতীয়করণ, শাসনতন্ত্র প্রণয়ন, সাধারণ নির্বাচন অনুষ্ঠান, মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন, ছিন্নমূল ও নির্যাতিত নারীদের পুনর্বাসনসহ খাদ্য আমদানি, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, ব্রীজ মেরামত, কলকারখানা চালু, স্বদেশের আইন-শৃঙ্খলাসহ বিদেশের কোটি কোটি টাকার সাহায্য ও সহযােগিতা দেশের পুনর্গঠনে নিয়ােগ করেছেন। তিনি বলেন, স্বাধীনতা’ ও ‘বঙ্গবন্ধু’ এ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের কথা। জনাব জিল্লুর রহমান বাঙালি জাতির কাছে ১০ জানুয়ারি মসজিদে, মন্দিরে, গীর্জায় বঙ্গবন্ধুর দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান।
আওয়ামী লীগের সভা: এ উপলক্ষ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর এক সভা জনাব জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক এম পি, দফতর সম্পাদক জনাব আনােয়ার হােসেন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মােস্তফা সারােয়ার।২২

রেফারেন্স: ৭ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!