জাতির সেবায় নিজেদের উৎসর্গ করুন: ছাত্রলীগ কর্মীদের প্রতি বঙ্গবন্ধু
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ কর্মীদের সংগঠনের মহান আদর্শকে সামনে রেখে একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী হিসেবে জাতির সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য আহ্বান জানিয়েছেন। যে মহান নীতি ও আদর্শকে বাস্তবায়নের উদ্দেশ্যে ২৬ বছর আগে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে তা অনুধাবন করেই জাতি ও জনগণের সেবায় ঐ আদর্শের মশালবাহী হিসেবে কাজ অব্যাহত রাখার জন্য তিনি তাদের প্রতি উপদেশ দেন। শুক্রবার বাসস জানায় বঙ্গবন্ধু ঐ দিন গণভবনে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কমিটি সদস্য ও কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তারা সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন। বঙ্গবন্ধু বলেন, দেশে সমাজতন্ত্র কায়েমের জন্য সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী ক্যাডার প্রয়ােজন। এ ধরনের ক্যাডার গড়ে তােলা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। সমাজতন্ত্রের পথে সাফল্য অর্জনের ক্ষেত্রে সৎ ক্যাডারের প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ করে তিনি এ ধরনের ক্যাডার গড়ে তুলতে সহায়তা করতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার ইতােমধ্যে এ কাজে হাত দিয়েছে। ঐ সময় গণভবনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম, তথ্যপ্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ, ঢাকা নগর আওয়ামী লীগ প্রধান জনাব গাজী গােলাম মােস্তফা ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে ছাত্রলীগ কর্মীরা বঙ্গবন্ধুকে মাল্যভূষি করেন। বিপিআই জানিয়েছে যে, দেশে বিভিন্ন স্থানেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপনের খবর আসছে। এ উপলক্ষে ঢাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া ভাওয়াল ও কুমিল্লায় বিভিন্ন অনুষ্ঠানের আয়ােজন করা হয়।১৮
রেফারেন্স: ৬ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত