২০ জানুয়ারি কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশােধনের সম্ভাবনা
ঢাকা: আসন্ন আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে ব্যাপক ভিত্তিক সমাজতন্ত্রী কাঠামাের অধীনে দলীয় গঠনতন্ত্র ও ম্যানিফেস্টোর কতিপয় ধারার সংশােধন করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান সকালে ঢাকায় এক বিশেষ সাক্ষাঙ্কারকালে আরাে জানান যে, আসন্ন কাউন্সিল অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালােচনা করা হবে। এতে দেশের প্রথম পাঁচশালা পরিকল্পনার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিতভাবে আলােচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। কাউন্সিল অধিবেশনে দলীয় নেতৃত্বের প্রশ্নও চূড়ান্ত করা হবে। বিশ্বস্তসূত্রে প্রকাশ বঙ্গবন্ধু দলীয় প্রধানের দায়িত্ব পালনে অব্যাহতভাবে অস্বীকৃতি জানিয়েছেন, যার ফলে দলীয় নেতৃত্বের পরিবর্তন করা হবে। তবে জনাব জিল্লুর রহমান এই মর্মে আভাস দান করেন যে, দলীয় কর্মীরা আওয়ামী লীগের প্রধান হিসেবে থাকার জন্য বঙ্গবন্ধুর ওপর চাপ। প্রসঙ্গত আরাে বলেন যে, কাউন্সিল অধিবেশনে যােগদানের জন্য সকল সমাজতন্ত্রী দেশসহ ৪৭টি দেশকে আমন্ত্রণ জানানাে হয়েছে। এবং এসব দেশের মধ্যে স্বীকৃতিদানকারী আরব দেশ, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স রয়েছে। অধিবেশনে অংশগ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর কেনেডী ও দুইজন সাংবাদিককে আমন্ত্রন জানানাে হয়েছে। তিনি আরাে জানান যে, এই গুরুত্বপূর্ণ কাউন্সিল অধিবেশনে দেশের সব এলাকা থেকে ১ হাজার ৫শত ৬৬ জন কাউন্সিলর ও সমসংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন।২৩
রেফারেন্স: ৭ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত