You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-নিউজিল্যান্ড যুক্ত ইশতেহার

ঢাকা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তরফ থেকে এই আশা প্রকাশ করা হয়েছে যে, সার্বভৌম, সমতা, ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে অনতিবিলম্বে উপমহাদেশের সমস্যাবলীর মীমাংসা হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নরম্যান কার্কের চার দিনব্যাপী সরকারি সফর শেষে প্রচারিত যুক্ত ইশতেহারে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিবরণসমূহ এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ পর্যালােচনা করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নরম্যান কার্ক আরবদের দাবীর অনুকূলে সমর্থন জ্ঞাপন করেন এবং বর্তমানে জেনেভায় মধ্যপ্রাচ্য প্রশ্নে যে সম্মেলন হয়েছে তার ফলে উক্ত এলাকায় স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি স্থাপনের পথ দ্রুততার সাথে প্রশস্ত হবে। ভারত মহাসাগরকে শান্তির এলাকায় পরিণত করার জন্যে যে চেষ্টা চলছে তার ফলে এশিয়া তথা সারা বিশ্বে শান্তির পথ প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী দ্বয় একমত হন। উভয় দেশের মধ্যে যে অর্থনৈতিক কারিগরি ফলপ্রসূ সহযােগিতার ব্যবস্থা হয়েছে তার পরিণতি লক্ষ্য করে প্রধানমন্ত্রীদ্বয় সন্তোষ প্রকাশ করেন। তারা এ বিষয়ে একমত হন যে, ভবিষ্যতে উভয় দেশের মধ্যে সহযােগিতার আওতা প্রসারিত হবে এবং বাংলাদেশের পাঁচসালা পরিকল্পনার কাঠামাের মধ্যে বন, ডেয়ারী ও পশু পালনের ক্ষেত্রে নিউজিল্যান্ডের সম্ভাব্য সাহায্য সম্পর্কে উভয় দেশের সরকারি মহল বিবেচনা করবেন। উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করার জন্যে চেষ্টা করা হবে বলে তারা একমত হয়েছেন।১৩

রেফারেন্স: ৩ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!