You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের পাট ক্রয়কে অগ্রাধিকার দেবাে: কার্ক

ঢাকা: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মি, নরম্যান কার্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশ থেকে পাট ক্রয় করবেন বলে ঘােষণা করেন। তিনি আরাে ঘােষণা করেন যে, তার দেশ বাংলাদেশের জাতিসংঘভুক্তির সপক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাবেন। এ ব্যাপারে তিনি বিশ্ব সংস্থার অন্যান্য সদস্যদেরও সক্রিয় সমর্থন কামনা করবেন। বাংলাদেশ সফররত মি. কার্ক রাষ্ট্রীয় অতিথি ভবনে এক সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রসঙ্গত বলেন, তার দেশ বাংলাদেশের কৃষি ও বনসম্পদ উন্নয়নের জন্য বিপুল পরিমাণে সাহায্য করতে পারে। বাংলাদেশকে কি পরিমাণ সাহায্য দেয়া হবে তা তিনি বাংলাদেশ ত্যাগের পূর্বেই ঘােষণা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তিনি পৃথিবীর উন্নত দেশসমূহকে উন্নয়নশীল দেশসমূহের জন্য অধিক সাহায্য দানের আহ্বান জানান। এর ফলে উন্নয়নশীল দেশের প্রতি অর্থনৈতিক সুবিচার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মি. কার্ক বলেন যে, আগামী ৩ বছরে নিউজিল্যান্ড তার উন্নয়ন সাহায্য ৩ গুণ বৃদ্ধি করবে। এর ফলে নিউজিল্যান্ডে তার জাতীয় উৎপাদনের শতকরা ১ ভাগ উন্নয়নশীল দেশসমূহকে আর্থিক সাহায্য প্রদান করবে। একইভাবে উন্নত দেশগুলাে সাহায্য প্রদানের প্রশ্নে সহৃদয়তার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেণ। মি. কার্ক উল্লেখ করেন যে, নিউজিল্যান্ড বাংলাদেশের রিলিফ ও আর্থিক পুনর্গঠনে এবং পাকিস্তান থেকে বাঙালিদের প্রত্যাবর্তনে সাহায্য করেছে। তিনি আরাে উল্লেখ করেন যে, শস্যক্ষেতে পােকা-মাকড় ধ্বংসের জন্য ঔষধ ছেটানাের কাজে ব্যবহার করতে নিউজিল্যান্ড বিমান সাহায্য হিসেবে প্রদান করেছে। এর ফলে তার দেশের ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তার দেশ বাংলাদেশের পাট আমদানিকে পূর্বের ন্যায় কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে অগ্রাধিকার প্রদান করবে। তার দেশ বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য অত্যন্ত আগ্রহী বলে তিনি উল্লেখ করেন। মি, কার্ক আজ শুক্রবার সকাল ৯ টায় ৪ দিনব্যাপী বাংলাদেশ সফরের পর ঢাকা ত্যাগ করছেন।১৪

রেফারেন্স: ৩ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!