You dont have javascript enabled! Please enable it! 1974.01.01 | প্রয়ােজনে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীকে অস্ত্রসজ্জিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

প্রয়ােজনে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীকে অস্ত্রসজ্জিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মালেক উকিল বলেন যে, প্রয়ােজনবােধে দেশে আইন-শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতিকারীদের নির্মূলের জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের অস্ত্রশস্ত্র দেয়া হবে। তিনি কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণদানকালে ১৯৭১ সালের ২৫ মার্চের পূর্ববর্তী সময়ে উৎসাহ-উদ্দীপনা নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাবার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি রাষ্ট্রবিরােধী কার্যকলাপ, চোরাচালান, দুর্নীতিতে লিপ্ত সমাজবিরােধীদের বিরুদ্ধে সজাগ থাকা এবং তাদের সম্পর্কে গােপনে আইন প্রয়ােগকারী সংস্থাগুলাের কাছে তথ্য সরবরাহের জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতি আহ্বান জানান। ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা এ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং ভাষণ দান করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য জনাব আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য জনাব মইনুদ্দিন আহমদ এবং জনাব মােজাফফর হােসেন প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী অতিবিপ্লবীদের বিরুদ্ধে এক কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেন, কোন গণতান্ত্রিক সরকার বাংলাদেশ স্বাধীন হবার ২ বছর পরে কোনাে দলের পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি’ বা ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি নামকরণের স্পর্ধাকে সহ্য করতে পারে না। এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ। সরকার এদের নির্মূল করতে বদ্ধপরিকর। জনাব আব্দুল মালেক উকিল প্রসঙ্গত আরাে বলেন যে, সরকার চুরি, ডাকাতি, চোরাচালান ও অন্যান্য সমাজবিরােধী কার্যকলাপ দমনে গ্রামরক্ষী কমিটি গঠনের জন্য ৪ হাজার ৩শত ইউনিয়নের নির্বাচিত সদস্যদের প্রতি আহ্বান জানাবে। তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। সরকার দেশে সর্বস্তরে সমানভাবে আইন প্রয়ােগ করতে বদ্ধপরিকর বলে তিনি ঘােষণা করেন।১

রেফারেন্স: ১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত