You dont have javascript enabled! Please enable it! 1974.01.01 | ৩২৩ কোটি ৪৮ লাখ টাকার আমদানি নীতি ঘােষণা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

৩২৩ কোটি ৪৮ লাখ টাকার আমদানি নীতি ঘােষণা

ঢাকা: বাণিজ্যমন্ত্রী জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান দেশে উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ৩২৩ কোটি ৪৮ লাখ টাকার আমদানি নীতি ঘােষণা করেছেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বক্তৃতা প্রসঙ্গে মন্ত্রী মহােদয় দেশের এই আমদানি নীতি ঘােষণা করেন। তিনি বলেন, কৃষি ও শিল্প ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্য অর্জনে যাতে করে আমদানি নীতি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান আমদানি নীতি প্রণয়ন করা হয়েছে। ভােগ্যপণ্যের জরুরি চাহিদার কথাও এতে সন্নিবেশ করা হয় বলে মন্ত্রী মহােদয় উল্লেখ করেন। কামারুজ্জামান বলেন, বর্তমান আমদানি নীতিতে জাতীয়করণ শিল্পের জন্য প্রয়ােজনীয় খুচরা যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির ব্যাপারে ৬৯ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া তুলা, সুতা ও তৈল বীজ ইত্যাদি আমদানির জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। খাদ্য দফতর পৃথকভাবে খাদ্য আমদানি করার ব্যবস্থা করবে বলে তিনি উল্লেখ করেন। আমদানি নীতির প্রধান বৈশিষ্ট্যের ব্যাখ্যা প্রসঙ্গে মন্ত্রী মহােদয় বলেন, বেসরকারি শিল্পখাতে বরাদ্দের পরিমাণ বাড়ানাে হয়েছে যাতে করে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন ক্ষেত্রে সম্ভাব্য উৎপাদনে সক্ষম হয়। প্রথম শ্রেণির শিল্প প্রতিষ্ঠানগুলােকে শতকরা ১ শত ভাগ লাইসেন্স দেয়া হবে। অপরদিকে দ্বিতীয় শ্রেণির শিল্প প্রতিষ্ঠানগুলাে শতকরা ৫০ ভাগ লাইসেন্স পাবে। ফার্মাসিউটিক্যাল শিল্পগুলাে শতকরা দেড়শত ভাগ লাইসেন্স পাবে।৫

রেফারেন্স: ১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত