পূর্ববঙ্গে মন্ত্রিপরিষদ নিয়ােগ
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর-পূর্ববঙ্গের গভর্ণর ডা: এ এম মালিক দশজনকে নিয়ে এক মন্ত্রী পরিষদ নিয়ােগ করেছেন। এই খবর রেডিও পাকিস্তানের। মন্ত্রীরা আগামীকাল মধ্যাহ্নে শপথ নেবেন।
ইউ এন আই। ১৭ সেপ্টেম্বর ‘৭১
পূর্ব বাংলায় অসামরিক’ মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর-আজ অপরাহ্নে ঢাকায় পূর্ব বাংলার ‘অসামরিক মন্ত্রী পরিষদের ১০ জন মন্ত্রীর মধ্যে ৯ জন মন্ত্রীই শপথ নিয়েছেন। বাকি একজন কেন শপথ নেননি, তা জানা যায়নি। সরকারী ভাবেও এর কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। সকালের দিকে গভরনর ডা: এ এম মালিক দশজন মন্ত্রীর নাম ঘােষণা করেন। তারা হলেন সর্বশ্রী এ এস এম সুলেমান, আবু কাশিম, এস হক, এম ইশাক, এ হক, আব্বাস আলি খান, এ কে এম ইউসুফ, এম আহমেদ, এম চৌধুরী এবং এম ও মজুমদার। এদের মধ্যে কে সেই ব্যক্তি যিনি শপথ নেননি বা নিতে পারেননি? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। শ্রীসুলেমানকে কৃষক শ্রমিক পারটির প্রেসিডেন্ট বলে পরিচয় দেওয়া হয়েছে। মন্ত্রীদের কয়েকজন নাকি আগে আওয়ামী লীগের লােক ছিলেন। এই মন্ত্রীপরিষদকে অসামরিক আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু ফৌজী আইন বলবৎ থাকায় এই মন্ত্রীপরিষদের ক্ষমতা কার্যত খুবই সীমাবদ্ধ।
১৮ সেপ্টেম্বর ‘৭১
Reference: ১৮ সেপ্টেম্বর ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা