আলবদরের হাত থেকে রেহাই পাননি মিষ্টার ইস্ট পাকিস্তান (1961)
বরেণ্য ক্রীড়াবিদ বডি বিল্ডার শহীদ আনােয়ার হােসেন খান সুরুজ
::::::::::::::::::::::
শহরের একপ্রান্ত আকুয়াতে তার জন্ম। বাবা ছিলেন শহরের নামকরা উকিল। ছেলে বড় হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এটাই ছিল বাবার ইচ্ছা। সুরুজ বড় হয়েছিল-অ-নে-ক বড়। টাঙ্গাইল জেলার গন্ডি পেরিয়ে সমগ্র দেশে পরিচিত হয়েছিলেন।
তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা বডি বিল্ডার হিসাবে। ১৯৬১ তে প্রাদেশিক বডি বিল্ডার প্রতিযােগিতায় তিনি মিষ্টার ইস্ট পাকিস্তান নির্বাচিত হয়েছিলেন। লেখা পড়ায় মন বসেনি। বাঁশী বাজাতেন, ছবি আঁকতেন, আর পুরােটা দিন খেলা নিয়েই মেতে থাকতেন। পাড়ার ছেলেদের নিয়ে ফুটবল খেলতেন। আর বিকেল হলেই ছুটে যেতেন মুসলিম ইনষ্টিটিউট ব্যায়ামাগারে। এরপর এই ব্যায়ামাগার থেকে একদিন এলাকায় প্রাদেশিক শরীর গঠন প্রতিযােগিতায় অংশ গ্রহণ; এবং মিষ্টার ইস্ট পাকিস্তান হয়ে ফিরে আসা।। এরপর এক দশক পেরিয়ে গেলাে। এলাে একাত্তর। শুরু হলাে স্বাধীনতা যুদ্ধ। এলাে ২৫ নভেম্বর সকাল সাড়ে দশটা। কুখ্যাত আলবদররা তার বাসা থেকে ধরে নিয়ে গেলাে তাকে। তিনি আর ফিরে এলেন না। দেশ হারালাে এক বরেণ্য ক্রীড়াবিদকে।
Reference:
গোপন দলিল ৭০-৭১ | শেখ আকরাম আলী, pp 117-118
সংগ্রামের নোটবুক