ঢাকা-মস্কো বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে
মস্কো। বাংলাদেশ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জনাব এ. এইচ, এম, কামারুজ্জামান বলেন, বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। নতুন প্রজাতন্ত্রের জাতীয় অর্থনীতির ওপর নিঃসন্দেহে তার অনুকূল প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাসের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশের মন্ত্রী মস্কোতে সদ্য স্বাক্ষরিত ১৯৭৪ সালের সােভিয়েত-বাংলাদেশ বাণিজ্য চুক্তিকে দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের আরও একটি লক্ষণ বলে অভিহিত করেন। এই চুক্তিতে উল্লেখযােগ্য পরিমাণে বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা রয়েছে। চুক্তি অনুযায়ী ১৯৭৩ সালে ১২ কোট টাকার স্থলে ১৯৭৪ সালে ২১ কোটি টাকার বাণিজ্যের ব্যবস্থা করা হয়েছে। সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে তেল, লৌহ, ইস্পাত, তুলা, দস্তা, বনস্পতি, তৈল প্রভৃতি এবং বাংলাদেশ সােভিয়েত ইউনিয়নকে পাট ও পাটজাত দ্রব্য ও চামড়াজাত দ্রব্য প্রভৃতি সরবরাহ করবে। নবীন রাষ্ট্রের অগ্রগতির জন্য উপমহাদেশে স্থায়ী শান্তির প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করে জনাব কামারুজ্জামান আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস ও বিশ্ব শান্তি জোরদারে সােভিয়েত ইউনিয়নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উপসংহারে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, দু’দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও শক্তিশালী হবে। জনাব কামারুজ্জামান বেহসােভিয়েত ইউনিয়নে ১০ দিনের সফর শেষে আজ মঙ্গলবার অপরাহ্নে ঢাকা প্রত্যাবর্তন করছেন।৬৬
রেফারেন্স: ২৪ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ