You dont have javascript enabled! Please enable it!

সন্ত্রাসবাদীদের নির্মূলে আওয়ামী কর্মীরা প্রস্তুত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান জনাব আব্দুর রাজ্জাক এমপি ঘােষণা করেছেন, দেশ হতে সন্ত্রাসবাদী এবং দুষ্কৃতিকারীদের নির্মূল করার জন্য আওয়ামী লীগ কর্মী, আওয়ামী স্বেচ্ছাসেবকরা যে কোনাে ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়ােজনের সময় আওয়ামী লীগ কর্মী এবং স্বেচ্ছাসেবকরা রক্তদানে দ্বিধা বােধ করবেন না। জনাব আবদুর রাজ্জাক শুক্রবার ঢাকা নগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কর্মী এবং আওয়ামী স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ কর্মী এবং স্বেচ্ছাসেবকদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলার শত্রুদের নির্মূল করতে আগামী দিনেও একই ভূমিকা পালন করা হবে। তিনি স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত এক শ্রেণির বিদেশি দালালদের সম্পর্কে দৃষ্টি রাখার জন্য আওয়ামী লীগ কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আহ্বান জানান। তিনি মওলানা ভাসানীর তীব্র সমালােচনা করে বলেন, মওলানা ভাসানী জনগণ কর্তৃক বাতিল হবার পর সশস্ত্র বিপ্লবের কথা বলছেন। তিনি আগামী ২৯ ডিসেম্বর বায়তুল মােকারমে গণ ঐক্যজোটের সমাবেশে যােগদান করবার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানান। ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা সভাপতির ভাষণে ২৯ ডিসেম্বরের বায়তুল মােকাররম সমাবেশকে সাফল্যমন্ডিত করে তােলার আহ্বান জানান।৫৬

রেফারেন্স: ২১ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!