বাংলাদেশ-সােভিয়েত দ্বিতীয় দফা চুক্তি
বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাধীনতা সংগ্রামে নিমজ্জিত জাহাজ উদ্ধার কাজ অব্যাহত রাখার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী সােভিয়েত নিমজ্জিত জাহাজ উদ্ধারকারী দল আরাে ৬ মাস তাদের কাজ অব্যাহত রাখবেন। বাংলাদেশ সরকারের অনুরােধক্রমেই সােভিয়েত ইউনিয়ন তাদের উদ্ধার কার্যের সময় সীমা আরাে ৬ মাস সম্প্রসারণে সম্মত হয়। উল্লেখযােগ্য যে, ৩১ ডিসেম্বর চট্টগ্রামে কার্যরত সােভিয়েত উদ্ধারকারী দলের পূর্ব চুক্তির সময়সীমা শেষ হবে। গত ১৩ ডিসেম্বর সােভিয়েত সরকারি প্রতিনিধি দল এই ব্যাপারে আলােচনার জন্য বাংলাদেশে আগমন করেন। এখানে অবস্থানকালে বাংলাদেশে পদস্থ কর্মকর্তাদের সাথে ব্যাপক আলােচনা করবেন। সােভিয়েত উদ্ধারকারী দল নিমজ্জিত জাহাজ উত্তোলনের ব্যাপারে বাংলাদেশে কতিপয় কর্মচারীকে ট্রেনিং প্রদান করবেন এবং বন্ধুত্বের নিদর্শন হিসেবে কয়েকটি উদ্ধারকার্যে ব্যবহৃত জাহাজ বাংলাদেশকে প্রদান করবেন। সােভিয়েত দল আগামী ৩০ জুনের মধ্যে তাদের অতিরিক্ত কাজ সম্পাদন করবেন। উল্লেখযােগ্য যে, সােভিয়েত সরকার শুভেচ্ছার নিদর্শনস্বরূপ কোনাে মূল্য ছাড়াই এসব সাহায্য করছে।৫৩
রেফারেন্স: ২০ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ