কানাডা ৫ লাখ টন গম দিবে
অটোয়া। বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি মাঝারি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে বাংলাদেশ কানাড়ার কাছ থেকে ১৯৭৪ সালের জন্য ৫ লাখ টন গম পাবে। কানাডা সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা খাদ্যমন্ত্রী শ্রী ফণি ভূষণ মজুমদার ও কানাডীয় গম বাের্ডের কর্মকর্তা এই চুক্তিতে স্বাক্ষর করেন। কানাডা থেকে প্রাপ্ত সাহায্য এবং বাংলাদেশের টাকায় উল্লেখিত খাদ্যশস্য কেনা হবে। চুক্তি অনুসারে ইতােমধ্যেই কানাডীয় সাহায্য থেকে ৯০ হাজার টন ও বাংলাদেশি টাকায় ৯০ হাজার টন গম কেনা হয়েছে। চুক্তি মােতাবেক উভয় দেশের মধ্যে চুক্তি বাস্তবায়নের জন্য মাঝে মধ্যে আলাপ আলােচনার সুযােগ রাখা হয়েছে।৫১
রেফারেন্স: ১৯ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ