জাতীয় চরিত্র গঠনের জন্য খেলাধুলাকে আকর্ষণীয় করতে হবে- রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেন, আমাদের জাতীয় জীবনে সময়ানুবর্তিতা আনতে হলে এবং আমাদের নৈতিক চরিত্র উন্নত করতে হলে খেলাধুলার উৎসাহ দিয়ে সকলের নিকট একে অধিকতর উপভােগ্য ও আকর্ষণীয় করে তুলতে হবে। তিনি বলেন, খেলাধুলা দেহকে সুস্থ এবং মনকে প্রফুল্ল রাখে এবং সুস্থ দেহ ও মনই জাতিকে অগ্রগতির পথে নিয়ে যায়। জাতীয় বিজয় দিবস উপলক্ষে গত সােমবার স্টেডিয়ামে আয়ােজিত প্রদর্শনী ফুটবল খেলার পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী একথা বলেন। খেলায় যেমন ক্ষীপ্রতা, সময়ানুবর্তিতা ও নিয়ম-শৃঙ্খলা দেখা যায়, বাঙালি জাতি দেশ গঠনের কাজেও সেই রূপ ক্ষীপ্রতা ও সময়ানুবর্তিতা ও নিয়ম-শৃঙ্খলা প্রদর্শন করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। বাংলাদেশে খেলাধুলার মান উন্নয়নের ব্যাপারে দোষত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন যে, এই সব ত্রুটি দূর করার জন্য সরকার প্রয়ােজন হলে খেলার সরঞ্জাম হ্রাস করে স্বল্পমূল্যে আমদানির ব্যবস্থা করবে।৪৮
রেফারেন্স: ১৮ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ