বঙ্গবন্ধুর কাছে বেলুচ নেতার শুভেচ্ছা বাণী
বাংলাদেশের দ্বিতীয় জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর । রহমানকে অভিনন্দন বাণী পাঠিয়েছেন। বেলুচিস্তান ও সিন্ধুর পিপলস ডেমােক্রেটিভ পার্টির বৈদেশিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য মি. করিম বালুচ লন্ডন থেকে বিজয় দিবসের দ্বিতীয় বার্ষিকীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। জনাব করিম বালুচ অভিনন্দন বার্তায় বাংলাদেশের বীর জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে বলেন যে, আমাদের সংগ্রাম ও ত্যাগ বিশ্বের জাতীয় আন্দোলনে স্মরণীয় হয়ে থাকবে। জনাব বালুচ আরাে বলেছেন যে, ইসলামাবাদের হত্যাকারী শাসক চক্রের সঙ্গে সংগ্রামে নিয়ােজিত থেকেও আমাদের জনগণ বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে সার্বভৌমত্ব রক্ষা ও সমাজতান্ত্রিক সমাজ গঠনে শুভেচ্ছা জানাচ্ছে।
মালয়েশিয়া : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন আবদুর রাজ্জাক দ্বিতীয় জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে প্রেরিত এক বাণীতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি কামনা করেছেন।
পূর্ব জার্মানি : পূর্ব জার্মানির প্রধান মি. এরিক হােনেকার, রাষ্ট্রপ্রধান মি. উইলি স্টপ ও প্রধানমন্ত্রী মি. হর্সট সিন্ডারম্যান জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতৃত্ব ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় জাতিসংঘে শীঘ্রই বাংলাদেশের অন্তর্ভুক্তিকে সমর্থন করে পূর্ব জার্মান নেতৃবৃন্দ বলেছেন যে, শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা ও জাতীয় স্বাধীনতা রক্ষার সংগ্রামে আমরা বাংলাদেশের সাথে থাকবাে।৪৯
রেফারেন্স: ১৮ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ