আজ জাতীয় বিজয় দিবস, স্বাধীনতা অর্জনের চেয়ে দেশ গড়া আরাে কঠিন- বঙ্গবন্ধু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় দিবস উপলক্ষে বেতার এবং টেলিভিশনযােগে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে দেশ গড়া আরাে কঠিন কাজ। তিনি দেশ গড়ার সংগ্রামে প্রত্যেককে ত্যাগী মনােভাব নিয়ে সক্রিয় ভূমিকা পালনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু জনগণের অর্থনৈতিক মুক্তি এবং সুখী সমৃদ্ধিশালী শােষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতিকে অব্যাহত জেহাদ চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে সুখী ও সুন্দর জীবন যাপন করতে পারে। বঙ্গবন্ধু বলেন, তার স্বপ্ন সােনার বাংলা প্রতিষ্ঠার জন্য। তিনি অতীতে অসীম নির্যাতন ভােগ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত দেশের গরিব কৃষক, শ্রমিক সুখী সুন্দর ও শান্তিপূর্ণ জীবন-যাপন করতে না পারবেন এবং তাদের দুঃখ দুর্দশা দূর না হবে ততক্ষণ পর্যন্ত তিনি শান্তিতে থাকতে পারবেন না।৪২
রেফারেন্স: ১৬ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ