You dont have javascript enabled! Please enable it! 1973.12.14 | বাংলাদেশকে বন্ধুহীন করার চক্রান্ত চলছে- তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশকে বন্ধুহীন করার চক্রান্ত চলছে- তাজউদ্দীন আহমদ

অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ শুক্রবার জনগণের প্রতি আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। এক শ্রেণির আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে প্রকৃত বন্ধুদের কাছ থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। কারণ এই সমস্ত বন্ধু রাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে সাহায্য করে আসছে। তিনি সােভিয়েত-বাংলাদেশ মৈত্রী সমিতি কর্তৃক আয়ােজিত সােভিয়েত সংস্কৃতি ভবনে জাতীয় দিবস উপলক্ষে আয়ােজিত সভায় বিকেলে এ কথা বলেন। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন কঠিন দিনের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এক শ্রেণির আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা নস্যাতের চেষ্টা করছে। তিনি বলেন যে, সরকার এ সমস্ত শক্তিসমূহকে সমূলে নির্মূল করতে বদ্ধপরিকর। তিনি বাংলাদেশে যুদ্ধচলাকালীন ও যুদ্ধপরবর্তী সাহায্যের কথা। বর্ণনা করতে গিয়ে সােভিয়েত জনগণের সাহায্য ও সহানুভূতির জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সােভিয়েত-বাংলাদেশ সমিতির সভানেত্রী বেগম সুফিয়া কামাল সভায় সভাপতিত্ব করেন এবং সােভিয়েত রাষ্ট্রদূতও সভায় উপস্থিত ছিলেন।৩৯

রেফারেন্স: ১৪ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ