You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে জার্মানির পুঁজি সাহায্য

পশ্চিম জার্মান চলতি আর্থিক বছরে উন্নয়ন পরিকল্পনার জন্য বাংলাদেশকে ৮ কোটি মার্ক পুঁজি সাহায্য দেবে এবং এ ব্যাপারে খুব শীঘ্রই একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া বাংলাদেশ প্রথম পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবায়ন করতে অধিক পরিমাণ অর্থনৈতিক সাহায্য প্রদান করার ব্যাপারে উচ্চপর্যায়ে আলােচনা চলছে। পশ্চিম জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত মি. জাংক্লেশ বাংলাদেশ ত্যাগ করার পূর্বে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলােচনা করতে গিয়ে এ কথা বলেন। প্রস্তাবিত অর্থনৈতিক সাহায্য কী ধরনের হবে সে সম্পর্কে বলতে গিয়ে জাংক্লেশ বলেন, প্রস্তাবিত জার্মান সাহায্য সহযােগিতার মধ্যে থাকবে কারিগরি সাহায্য, শিল্প ও কৃষি প্রকল্পের সাহায্য এবং যােগাযােগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কোন ক্ষেত্রে কত সাহায্যের প্রয়ােজন তা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। উল্লেখ্য যে, বাংলাদেশ স্বাধীন হবার পরেই মি. জাংক্লেশকে বাংলাদেশে প্রথম রাষ্ট্রদূত নিয়ােগ করা হয়েছিল। বিমানবন্দরে তাকে বিদায় সংবর্ধনা জানান পশ্চিম জার্মান দূতাবাসের ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীবৃন্দ এবং তার ব্যক্তিগত বন্ধুবান্ধবগণ।৪০

রেফারেন্স: ১৪ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!