You dont have javascript enabled! Please enable it! 1973.12.11 | বঙ্গবন্ধুর জরুরি নির্দেশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর জরুরি নির্দেশ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমদানি তালিকার অন্তর্ভুক্ত নয় এমন দ্রব্যের আমদানিকারক এবং ইন্ডেন্টরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মঙ্গলবার এক জরুরি নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিলম্বে তাদের লাইসেন্স বাতিল এবং স্থায়ীভাবে ব্লাকলিস্ট করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দান করেছেন। প্রধানমন্ত্রী তার উক্ত নির্দেশে আমদানি তালিকা বহির্ভূত দ্রব্য বাজেয়াপ্ত করার পর তা প্রকাশ্য নিলামে বিক্রি করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত ৮ ডিসেম্বর আকস্মিকভাবে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এই সব আমদানি তালিকা বহির্ভূত জিনিসপত্র দেখতে পান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপরােক্ত নির্দেশ প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন চট্টগ্রাম বন্দর সফরকালে কাস্টম বিভাগে আটক করা কৃত্রিম আঁশে প্রস্তুত উন্নতমানের কাপড় দেখেন। ছাতির কাপড় আমদানির জন্য প্রদত্ত লাইসেন্সে বেআইনীভাবে এই সব কাপড় আমদানি করা হয়েছে। বঙ্গবন্ধু চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত কোটি কোটি টাকার জিনিসপত্র অযত্নে ফেলে রাখা এবং খালাসে অব্যবস্থা অবিলম্বে তদন্ত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। তাছাড়া প্রধানমন্ত্রী সেনা নৌ-বাহিনীর হাতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার ভার অর্পণ করেন। প্রধানমন্ত্রী চোরাচালান চুরি ও মাল পাচারের বিরুদ্ধে সবর্দা সজাগ দৃষ্টি রাখার জন্য বন্দরের দূরে নেভির এলাকা নৌ-বাহিনীকে প্রহরা দানের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রী নৌ-বাহিনীকে আউটার অ্যাংকরেজের অর্থাৎ বন্দরের দ্রুত নােঙ্গর এলাকায় এবং বন্দর থেকে দূরে নেভির এলাকা পর্যন্ত সমুদ্রপথে টহল দানের নির্দেশ দেন। তিনি নৌ-বাহিনী যাতে এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে তার জন্য ৬টি সি-ট্রাক বন্দর কর্তৃপক্ষের জন্য রাখার নির্দেশ দেন।৩০

রেফারেন্স: ১১ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ