বঙ্গবন্ধুর নির্দেশ সত্ত্বেও ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য পাঠানাে হয়নি
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষিণ অঞ্চলীয় জেলাগুলাের ঘূর্ণি দুর্গতদের অবিলম্বে সাহায্য দানের জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন। কিন্তু এই পর্যন্ত ঢাকা থেকে কোনাে সাহায্য সামগ্রী দুর্গত এলাকায় পাঠানাে হয়নি বলে জানা গেছে। সাহায্য দফতরের একজন মুখপাত্র ঢাকায় বলেন যে, তারা দুর্গতদের নিকট সব রকম সাহায্য দ্রব্য পৌছে দেয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। ত্রাণ সামগ্রীর প্রয়ােজনীয়তা নির্ধারণ এবং কোন কোন এলাকায় সাহায্য দেয়া হবে তা ঠিক করার জন্য দুটি সার্ভে টিমকে পাঠানাে হয়েছে। বিকেলেই উক্ত সার্ভে টিমের ঢাকা ফিরে আসার কথা। রেডক্রস কর্মকর্তাদের সাথে যােগাযােগ করা হলে তারা জানান যে, রেডক্রস প্রধান জনাব গাজী গােলাম মােস্তফা গতকাল কোচে দুর্গত এলাকায় গেছেন। ত্রাণ সামগ্রীর প্রয়ােজনীয়তা সম্পর্কে তার হিসাবের ভিত্তিতে সাহায্য দফতরে পাঠানাে হবে। এ দিকে জেলার রেডক্রস কর্মকর্তাগণ ইতােমধ্যেই সাহায্যাভিযান শুরু করেছেন বলে জানা গেছে। চাইলেই রেডক্রস সদর দফতর থেকে আরাে সাহায্য পাঠানাে হবে।২৭
রেফারেন্স: ১০ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ