মানবাধিকার লঙ্ঘনের অপচেষ্টা রােধ করুন- রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী জাতিসংঘের সদস্য রাষ্ট্র কর্তৃক মৌলিক মানবাধিকার লঙ্ঘনের অপচেষ্টা রােধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সনদ ঘােষণার ২৫ তম বাষির্কী উপলক্ষে রাষ্ট্রপতি সােমবার ঢাকার কারিগরি মিলনায়তনে বাংলাদেশ জাতিসংঘ সমিতি আয়ােজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেলেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এবং কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি তার ভাষণে আরও বলেন বিশ্বসংস্থার উচিত তার সদস্য রাষ্ট্রগুলােকে মানবাধিকার মেনে চলতে বাধ্য করা এবং যারা এ সনদ অমান্য করেছে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা করা। বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে পাকিস্তানি বাহিনী ধ্বংসযজ্ঞের মতাে বিশ্বের অন্যান্য স্থানে যে সমস্ত নির্যাতনমূলক কার্যক্রম চলছে তা বন্ধ করার জন্য জাতিসংঘ কার্যকর ভূমিকা গ্রহণ করবে। রাষ্ট্রপতি প্রসঙ্গত বলেন যে, ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশে গণহত্যা চালিয়ে মানবাধিকার সনদ লঙ্ন করেছিল। তিনি বলেন, পাকিস্তান আন্তর্জাতিক মানবাধিকার সনদ লঘন করেছিল। তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সনদে শ্রদ্ধাশীল। বাংলাদেশের শাসনতন্ত্রে মানবাধিকার সনদে বর্ণিত প্রতিটি অধিকারের প্রতি সম্মান দেখানাে হয়েছে এবং লিপিবদ্ধ রয়েছে। রাষ্ট্রপতি আরাে বলেন, বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ন করা হােক বাংলাদেশ তার বিরুদ্ধে প্রতিবাদে সােচ্চার হবে। একই কারণে গত আরব ইসরাইল যুদ্ধের সময় বাংলাদেশ আরব জনগণের সংগ্রামকে সমর্থন করেছিল বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আরাে বলেন, বাংলাদেশ সব সময় মানুষের জয়গান গেয়ে যাবে।২৮
রেফারেন্স: ১০ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ