You dont have javascript enabled! Please enable it!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯-৭০ এর গণঅভ্যুত্থানের সময় দায়েরকৃত ও বর্তমানে বিচারাধীন সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে সাংবাদিকদের সাথে আলােচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১৯৬৯-৭০ সনের গণঅভ্যুত্থানের সময় রুজ্জকৃত সকল রাজনৈতিক মামলা শীঘ্রই প্রত্যাহার করে নেয়া হবে। তিনি বলেন, এ সমস্ত মামলায় যদি কেউ এখনাে আসামী থেকে থাকে তাহলে তাকে জাতীয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বরের পূর্বে মুক্তি দিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। উল্লেখ করা যেতে পারে যে, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় উপনিবেশবাদী পাকিস্তানি সরকার মিথ্যে মামলা রুজু করে হাজার হাজার স্বাধীনতাকামী ছাত্র-শ্রমিক ও কৃষককে হয়রানি করেছিল। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সমস্ত মামলা সম্পর্কে আপত্তি রয়েছে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে পূর্বেই জেলা কমিটি বাছাই করা হয়েছে। তিনি জেলা ও মহকুমা প্রশাসনযন্ত্রকে নির্ধারিত তারিখের পূর্বেই এ সমস্ত মামলা পরিষ্কার করে ফেলার জন্য নির্দেশ দেন। এই সমস্ত মামলা শীঘ্রই বাছাই করার ব্যাপারে স্থানীয় প্রশাসনযন্ত্রকে সাহায্য করতে জনাব মালেক উকিল সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। আরাে উল্লেখ করা যেতে পারে যে, প্রেসিডেন্ট অর্ডার জারি করে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সরকার এরই মধ্যে এসকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন।১০

রেফারেন্স: ৪ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!