You dont have javascript enabled! Please enable it!

জনগণের সহযােগিতা চাই-রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ এখানে বলেন যে, কেবল সমাজের সকল শ্রেণির জনগণের সহায়তার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে এবং এর ফলে সমাজে স্থায়ী সুখ-শান্তি বিরাজ করবে। রাষ্ট্রপতি তার সম্মানে আজ সকালে ফরিদপুর এডভােকেট সমিতি কর্তৃপক্ষ। আয়ােজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য সমিতির সভাপতি জনাব সামসুদ্দিন মােল্লা। রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী দেশে আইনের শাসন কায়েমে সরকারের সাথে সহযােগিতা করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি এই মর্মে উল্লেখ করেন যে, দেশে আইনের শাসন কায়েম হলেই জনগণ স্বাধীনতার প্রকৃত আশ্বাস লাভ করে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তিনি বলেন যে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং আইন ও ন্যায় বিচারে কাউকে ব্যক্তিগত প্রভাব খাটাতে দেয়া হবে না। রাষ্ট্রপতি এমনভাবে আইন রচনা করতে সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে এটার অপব্যবহার করার কোনাে সুযােগ না থাকে। তিনি দেশে আইনের শাসন নিশ্চিত করার ব্যাপারে প্রশাসকদের ভূমিকার ওপরেও গুরুত্ব আরােপ করেন। রাষ্ট্রপতি বলেন যে, দেশ আর পাকিস্তানের শাসনাধীন নয়। এখন হতে জাতির কল্যাণ সাধনে সব সম্পদের সদ্ব্যবহার করতে হবে। রাষ্ট্রপতি অন্যায় অবিচার সমর্থন না করে নির্যাতিত, নিপীড়িত ও শােষিত জনগণের পাশে এসে দাঁড়ানাের জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। কতিপয় স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন যে, সরকার এই সমস্ত সমস্যা সম্পর্কে অবগত আছে। রাষ্ট্রপতি এই মর্মে আশ্বাস দেন যে, শীঘ্রই ওই সমস্ত সমস্যার প্রতি দৃষ্টি দিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে। পূর্বাহ্নে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব ওবায়দুর রহমান এবং জেলা অ্যাডভােকেট সমিতির সভাপতি জনাব সামসুদ্দিন মােল্লা রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরীকে পুলিশ ময়দানে অভ্যর্থনা জ্ঞাপন করেন। খাদ্যমন্ত্রী শ্রী ফণি ভূষণ মজুমদার রাষ্ট্রপতির সাথে রয়েছেন। রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ সন্ধ্যা ৯টা ৩০ মিনিটে জেলা বাের্ড মিলনায়তনে অপর এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও ভাষণদান করেন।
যুব সমাজের প্রতি রাষ্ট্রপতির আহ্বান : রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আগামী দিনে জাতির মহান দায়িত্ব পালনে নিজেদের গড়ে তােলার জন্য দেশের সব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বিকেলে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়ােজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি দেশে বিরাজমান দুর্নীতি এবং অন্যান্য সামাজিক অনাচারের কথা উল্লেখ করে বলেন যে, বলিষ্ঠতার সাথে এসব মােকাবিলা করতে হবে। যুব সমাজের প্রধান কর্তব্য হচ্ছে জনগণকে জাগিয়ে তােলা। যাতে করে তারা সাফল্যের সাথে দেশে বিরাজমান সমস্যাগুলাের সমাধান খুঁজে বের করতে পারে। রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী তরুণ সমাজকে এ কথা স্মরণ করিয়ে দেন। তিনি কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার পরিধি সম্প্রসারিত করার ওপরও গুরুত্ব আরােপ করেন। রাষ্ট্রপতি এই মর্মে উল্লেখ করেন যে, আমাদের এমন লােকের প্রয়ােজন যাদের কারিগরি জ্ঞান রয়েছে। খাদ্যমন্ত্রী শ্রী ফণি ভূষণ মজুমদার এবং বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব ওবায়দুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূর্বাহ্নে রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী মােটর গাড়িযােগে ফরিদপুর থেকে রাজবাড়ী পৌছালে বিপুল জনতা তাকে প্রাণঢালা সংবর্ধনা জ্ঞাপন করেন।৭

রেফারেন্স: ৩ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!