You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-জাপান মৈত্রী পূর্ব এশিয়ায় অবদান রাখবে

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী এই মর্মে আস্থা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ-জাপানের মৈত্রীবন্ধন এশিয়ার পূর্বাঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং নৈতিক স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে অনুকূল অবদান রাখতে সক্ষম হবেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জাপানি সহযােগিতার ওপরও গুরুত্ব আরােপ করেন। বাংলাদেশে সফররত জাপানি সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা শনিবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। তিনি সদস্যদের সাথে আলাপ আলােচনা করছিলেন। রাষ্ট্রপতি চৌধুরী আরাে আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও জাপান শান্তি ও সমৃদ্ধির পথে একযােগে কাজ করে যাবে। যাতে প্রয়ােগকারী সংস্থাগুলাে শক্তি বৃদ্ধি ও প্রয়ােজনীয় ব্যবস্থা নিবেন। তিনি বলেন, স্বাধীনতার পর তাড়াহুড়া করে পুলিশ বিভাগে যাদের নিয়ােগ করা হয়েছে তাদের মধ্যে অনেককেই প্রয়ােজনীয় প্রশিক্ষণ দেয়া যায়নি। তবু আইন প্রয়ােগকারী সংস্থাগুলাে বহুমুখী সমস্যায় জড়িত। দেশের বিভিন্ন পরিস্থিতির মােকাবিলা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, সরকার ইতােমধ্যে আইন প্রয়ােগকারী সংস্থাগুলাের জরুরি প্রয়ােজনীয় যানবাহন সংগ্রহ করতে সক্ষম হয়েছে। চোরাচালান দমন অভিযান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাইফেলস বাহিনী ১৯৭২ সালের মার্চ ১৯৭৩ সালের অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকা থেকে মােট ২ কোটি ৪৭ লক্ষ ৪৩ হাজার ৬শ ২৬ টাকা মূল্যের চোরাচালানী মাল উদ্ধার করেছে। তিনি বলেন, বিডিআর বাহিনী কেবলমাত্র চলতি মাসের অক্টোবর মাসেই ১৬ জন চোরাচালানীকে গুলি করে হত্যা করেছে এবং ৬শ ৮০ জনকে। গ্রেফতার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরাে বলেন যে, চলতি সালের অক্টোবর নাগাদ সীমান্ত এলাকায় ৪শ ৮৪ টি ফঁাড়িকে শক্তিশালী করা হয়েছে।২

রেফারেন্স: ১ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!