বঙ্গবন্ধুর সাথে ত্রিদলীয় নেতাদের জাতীয় সমস্যাবলি আলােচনা
ত্রি-দলীয় গণঐক্যজোট নেতৃবৃন্দ শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎকারে বিভিন্ন জাতীয় সমস্যা সম্পর্কে আলােচনা করেন। গণঐক্যজোটের একজন মুখপাত্র এ ব্যাপারে সাংবাদিকদের সাথে আলােচনাকালে জানান যে, ঐক্যজোট নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খাদ্য সংগ্রহের অগ্রগতি, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস পালন প্রভৃতি বিষয়ে আলােচনা করেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব করেন গণঐক্যজোটের আহ্বায়ক জনাব জিল্লুর রহমান। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পক্ষে সর্বজনাব তােফায়েল আহমেদ, আনােয়ার চৌধুরী এবং মােস্তফা সারােয়ার, মাে.- ন্যাপের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজাফফর আহমদ, শ্রী পঙ্কজ ভট্টাচার্য, বেগম মতিয়া চৌধুরী এবং চৌধুরী হারুনুর রশিদ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষে কমরেড আবদুস সালাম। সাক্ষাৎকারকালে ঐক্যজোট নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। ঐক্যজোটের মুখপাত্র সাংবাদিকদের আরাে জানান যে, বঙ্গবন্ধু ঐক্যজোট নেতৃবৃন্দকে স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দলের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান। এতে সাধারণ জনগণ স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অধিক পরিমাণ অংশগ্রহণ করতে পারবেন বলেও বঙ্গবন্ধু জানিয়েছেন বলে মুখপাত্রটি জানান।৩
রেফারেন্স: ১ ডিসেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ