You dont have javascript enabled! Please enable it! 1972.01.30 | সেন্ট গ্রেগরি স্কুলের শোকসভায় তাজ উদ্দিন ও ডঃ কামাল  - সংগ্রামের নোটবুক

৩০ জানুয়ারী ১৯৭২ঃ সেন্ট গ্রেগরি স্কুলের শোকসভায় তাজ উদ্দিন ও ডঃ কামাল
অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ তার প্রাক্তন স্কুল সেন্ট গ্রেগরি স্কুলে শহীদ ৩ জন শিক্ষক এবং ২ জন ছাত্রের স্মরন সভায় এক ভাষণে বলেন দেশের বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করার কাজে নিজেদের পুনরায় উৎসর্গ করার জন্য মুক্তিযোদ্ধা ছাত্র ও তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন তারা তাদের কংগ্রেস ও জনগনের মতামতকে উপেক্ষা করেছে। তিনি মার্কিন জনগন, গনতন্ত্রমনা নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য শ্রদ্ধা জানান। তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা বানচাল করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। অনুষ্ঠানে আইন মন্ত্রী ডঃ কামাল হোসেনও উপস্থিত ছিলেন