You dont have javascript enabled! Please enable it!

দেশে মৌলিক আদর্শকে সামনে রেখে তরুণদের কাজ করে যেতে হবে- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বলেছেন যে, সমাজতন্ত্রের যে কর্মসূচি নেয়া হয়েছে তা কিছুতেই বানচাল হতে দেয়া হবে না। তিনি বলেন সমাজতন্ত্রের বিরুদ্ধে যত বাধাই আসুক না কেন আমরা দৃঢ়তার সাথে সে বাধা প্রতিহত করার চেষ্টা করবাে। শিল্পমন্ত্রী বুধবার রমনা গ্রীনে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা নগর শাখার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। বিভিন্ন অভিযােগের জবাবদান প্রসঙ্গে তিনি বলেন যে, অভিযােগ কিংবা সমস্যা উত্থাপন করা উচিত কিন্তু একই সাথে সমস্যা সমাধানের সুস্পষ্ট কর্মসূচিও দেয়া প্রয়ােজন। তিনি বিভিন্ন স্থানের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে বলেন যে, নৈতিক অধঃপতনই এই ত্রুটি বিচ্যুতির জন্য দায়ী। কিন্তু পরিতাপের বিষয়, নৈতিক অধঃপতন তরুণ সমাজের মধ্যেও ঢুকে পড়েছে। সৈয়দ নজরুল ইসলাম আরাে বলেন যে, আদর্শ ছাড়া কর্মপ্রেরণা লাভ করা যায় না। তিনি দেশের মৌলিক আদর্শ থেকে বিচ্যুৎ না হয়ে সে আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে প্রাণপণে কাজ করে যাবার জন্যে তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, গণতন্ত্রের সুযােগে সাম্রাজ্যবাদীরা আবেগপ্রবণ ছাত্রসমাজকে বিভ্রান্ত করার জন্য প্রচারণা চালাতে পারেন। কিন্তু এতে বিভ্রান্ত না হবার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। পূর্বাহ্নে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী এই সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা নগর শাখার সভাপতি জনাব মমতাজ হােসেন উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জনাব শফিকুর রহমান, ঢাকা নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম, সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাহবুব জামান ও আরাে অনেকে।৮১

রেফারেন্স: ২৮ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!