জাতিসংঘ ৬ কোটি ডলার ব্যয়ে বাংলাদেশের তিন লাখ লােকের পুনর্বাসনের ব্যবস্থা করবে
ওয়াশিংটন। বাংলাদেশে তিন লক্ষাধিক ব্যস্তুচ্যুত লােকের পুনর্বাসন করা হবে। তাদের খাদ্য, বাসস্থান এবং ঔষধপত্রাদিসহ সকল ব্যয়ভার বহন করতে জাতিসংঘের ছয় কোটি ডলার লাগবে। বাংলাদেশের একজন সরকারি অফিসার আজ এখানে একথা প্রকাশ করেন। তিনি জানান যে, তিন মাস পূর্বে নয়াদিল্লিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তিনটি দেশে প্রায় ৮৫ হাজার লােক বিনিময় করা হয়েছে। এদের মধ্যে ৪২ হাজার ২২ জন বাঙালিকে পাকিস্তান থেকে পরিবহনযােগে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ১৫ হাজার ৮শত তিনজন অবাঙালিকে পাকিস্তানে পাঠানাে হয়েছে এবং ভারত থেকে ২৬ হাজার ৬শত ১৩ জন পাকিস্তানি যুদ্ধবন্দিকে তাদের স্বদেশে পাঠানাে হয়েছে।৭৮
রেফারেন্স: ২৭ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ