You dont have javascript enabled! Please enable it!

ত্যাগের মনােভাব নিয়ে কঠোর পরিশ্রম করুন- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠন এবং উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সােমবার বিকেলে গণভবনে সমবেত রেলওয়ে শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণদানকালে উপরােক্ত আহ্বান জানান। রেলওয়ে শ্রমিকরা তাদের সমস্যাসমূহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য মিছিল করে গণভবনে আসেন। উক্ত মিছিলে নেতৃত্বদান করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আবদুল মান্নান এমপি, চট্টগ্রাম শ্রমিক লীগের সভাপতি জনাব এম এ হান্নান এবং রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব রহমতুল্লাহ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে শ্রমিকদের ত্যাগী মনােভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানি হানাদার সৈন্যরা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার জন্য প্রায় তিনশত রেলওয়ে ব্রিজ ধ্বংস করেছিল। তিনি বলেন, এটা আনন্দের কথা যে, রেলওয়ে শ্রমিকরা অল্পদিনের মধ্যে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ যােগাযােগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেছে। তিনি তাদের ত্যাগী মনােভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন যাতে সুখী এবং সমৃদ্ধশালী দেশ গঠন করা যায়। তিনি শ্রমিকদের আশ্বাস দেন যে, ভবিষ্যতে তাদেরকে কেউ শােষণ করতে পারবে না।৭৪

রেফারেন্স: ২৬ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!