খাদ্য সংগ্রহ অভিযান সফল করতে হবে- বঙ্গবন্ধুর নির্দেশ
উত্তরা গণভবন, নাটোর। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্য সংগ্রহ অভিযানের অগ্রগতি এবং খাদ্য উৎপাদনকারীর ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতি অবশ্যই সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে উত্তরা গণভবনে পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর জেলার ডেপুটি কমিশনার এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে তার বৈঠকে পরিষ্কারভাবে বলেন যে, দালালদের চাতুরির অবশ্যই অবসান করতে হবে এবং সকল প্রকার দুর্নীতি রােধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন যে, খাদ্য সংগ্রহ অভিযানের পূর্ণ সাফল্যের জন্যে পর্যাপ্ত মজুত সুবিধা দেয়া হবে।
তিনি আরাে বলেন যে, খাদ্য সংগ্রহ অভিযানের অগ্রগতি রক্ষা করার উদ্দেশ্যে মাঝে মাঝে তিনি দেশের বিভিন্ন এলাকা সফর করবেন। প্রধানমন্ত্রী দেশে একটি শক্ত কৃষিভিত্তিক অর্থনীতির কথা উল্লেখ করেন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে আগ্রহের সাথে কাজ করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।৭৫
রেফারেন্স: ২৬ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ