উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর সভাপতিত্বে সমাজবিরােধীদের উৎখাতে সর্বাত্মক অভিযান পরিচালনার সিদ্ধান্ত
নাটোর। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে আজ উত্তরা গণভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে উত্তরাঞ্চলের সমাজ বিরােধীদের বিরুদ্ধে সম্মিলিত তল্লাশি অভিযান, খাদ্য সংগ্রহ ও চোরাচালান দমন ব্যবস্থা আরাে জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ রাইফেলস, জাতীয় রক্ষীবাহিনী, পুলিশ ও অন্যান্য আইন রক্ষাকারী সংস্থার দ্বারা সম্মিলিত অভিযান চালিয়ে দেশ থেকে সমাজবিরােধীদের নির্মূল করার জন্য সকল শক্তি নিয়ােগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দুষ্কৃতিকারীদের নির্মূল অভিযানে কোনাে নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য কঠোর সাবধানতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে খাদ্য সংগ্রহ অভিযানকে সফল করে তােলার জন্য বিভিন্ন পন্থা নিয়ে আলােচনা করা হয়। উৎপাদনকারীরা যেন তাদের ফসলের ন্যায্যমূল্য পান এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের কম যেন না পান সে বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বৈঠকে সুপারিশ করা হয়। সবচেয়ে বেশি অগ্রাধিকারের ভিত্তিতে খাদ্য সংগ্রহ অভিযান চালাতে এবং এজন্য সকল সরকারি সংস্থাকে সহযােগিতা করতে বলা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত খাদ্য শস্য অত্যন্ত সতর্কতার সঙ্গে গুদামে সংরক্ষণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে সরকারি কর্মচারীদের হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে, খাদ্য শস্য বিনষ্ট হবার কোনাে খবর যদি পাওয়া যায় তাহলে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৈঠকে চোরাচালান দমনের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে পর্যালােচনা করা হয় এবং সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেবার জন্য সীমান্তে বাংলাদেশ রাইফেলস বাহিনীর আরাে শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়। বঙ্গবন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মালেক উকিল, কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ, তথ্য ও বেতার দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর, বাংলাদেশ রেডক্রসের চেয়ারম্যান গাজী গােলাম মােস্তফা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি, পুলিশের আইজি, বাংলাদেশ রাইফেলস ও জাতীয় রক্ষীবাহিনীর ডাইরেক্টর জেনারেলদ্বয় ও উত্তর অঞ্চলের ব্রিগেড কমান্ডার।৬৮
রেফারেন্স: ২৪ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ