You dont have javascript enabled! Please enable it! 1973.11.24 | ঢাকা নগরীর সার্বিক উন্নয়নই বঙ্গবন্ধুর কাম্য | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ঢাকা নগরীর সার্বিক উন্নয়নই বঙ্গবন্ধুর কাম্য

স্থানীয় স্বায়ত্তশাসন এবং পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব মতিউর রহমান বলেছেন, দেশের অন্যান্য স্থানসহ রাজধানী ঢাকা নগরীর সার্বিক উন্নয়ন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক কাম্য। জনাব মতিউর রহমান শনিবার দুপুরে ঢাকা পৌরসভা কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণদানকালে একথা বলেন। ঢাকা পৌরসভা কর্তৃক শহর পরিচ্ছন্ন অভিযানে দশ দিনব্যাপী কর্মসূচি পালন উপলক্ষে স্থানীয় লালকুঠির মিলনায়তনে পৌর কর্মচারীদের উপরােক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জনাব মতিউর রহমান ঢাকারনগর পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি সাফল্যমন্ডিত করে তােলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি জানান রাজধানী ঢাকা নগরীকে সার্বিক উন্নয়নের জন্য প্রয়ােজনীয় সকল পদক্ষেপই গ্রহণ করা হবে। তিনি বলেন, স্বাধীনতার পর দেশে নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে এবং সরকারও এক এক করে তা সমাধানের আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার সমস্যাসমূহ সমাধানে সর্বাত্মক সাহায্য ও সহযােগিতা দানে সরকার আগ্রহী। পােল্যান্ড এবং রােমানিয়া কর্তৃক পৌরসভাকে প্রদত্ত ট্রাকগুলাের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলাে ময়লা আবর্জনা পরিবহন কাজে ব্যবহার করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা পৌরসভার প্রশাসক জনাব আশিকুর রহমান এবং বাংলাদেশ পৌরসভা কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব এলাহী বক্স বক্তৃতা করেন।৬৯

রেফারেন্স: ২৪ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ