You dont have javascript enabled! Please enable it! 1973.11.24 | ২৫ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বঙ্গবন্ধুর কড়া নির্দেশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

২৫ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বঙ্গবন্ধুর কড়া নির্দেশ

নাটোর। সরকার কর্তৃক সংগৃহীত ধান গুদামজাত করার পূর্বে রৌদ্রে ভালােভাবে শুকিয়ে নেয়ার জন্য আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করেছেন। আজ সকালে নাটোর সহ ও শহরতলী এলাকার খাদ্য ক্রয়কেন্দ্রসমূহ বঙ্গবন্ধু মােটরগাড়ি যােগে পরিদর্শন করেন। একই সময় তিনি একটি পাটের গুদাম, মৎস্য চাষ, একটি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তাছাড়া তিনি এই এলাকার ধান কাটারত কৃষকদের সাথে আলাপ আলােচনা করেন। খাদ্য ক্রয়কেন্দ্রসমূহ পরিদর্শনকালে ভেজা ধান গুদামজাত হচ্ছে দেখে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু গভীর অসন্তোষ প্রকাশ করে বলেন, ভেজা ধান গুদামজাত করা হলে পচে যাবে। তাই ধানগুলাে শুকাবার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মচারীদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্দেশ মােতাবেক কাজ সম্পন্ন না করলে তাদের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নেয়া হবে। উক্ত এলাকার খাদ্য সংগ্রহে মন্থরতা দেখে তিনি গভীর শােক প্রকাশ করেন। উক্ত এলাকায় এ পর্যন্ত আশি মণ ধান সংগ্রহ করা হয়েছে বলে তাকে জানানাে হয়। রাস্তার পাশে খােলা জায়গায় প্রায় পাঁচশ মণ পাট পড়ে রয়েছে দেখে বঙ্গবন্ধু গাড়ি থামানাের নির্দেশ প্রদান করেন এবং তথায় তিনি গাড়ি থেকে অবতরণ করেন। এই ব্যাপারে অনুসন্ধান চালানাের পর তিনি জানতে পারেন যে, পাট মূল্য স্থিতিকরণ কর্পোরেশন এই পাট সমূহ এনেছে। স্থানীয় পাট গুদামে স্থানাভাবে অতিরিক্ত পাট এখানে রাখা হয়েছে। এই এলাকার অপর একটি টিনের গুদাম নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বঙ্গবন্ধু নির্দেশ প্রদান করেছেন।
বনবেল মৎস্য চাষ খামার দেখে বঙ্গবন্ধু সন্তোষ প্রকাশ করেছেন। উক্ত খামারের পুকুরে যে। সমস্ত মাছের পােনা ছাড়া হচ্ছে সেগুলাে বঙ্গবন্ধুকে দেখানাে হয়। মৎস্য চাষে আরাে উন্নতি সাধনের জন্য বঙ্গবন্ধু খামারের কর্মকর্তাদের প্রতি উপদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থানীয় সিরাজউদ্দৌলা কলেজ ও বিরাজ উদ্দিন হাইস্কুল পরিদর্শন করেন এবং শিক্ষক ও ছাত্রদের সাথে আলাপ আলােচনা করেন। তিন ঘণ্টাব্যাপী বিভিন্ন স্থান পরিদর্শনের পর দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে প্রত্যাবর্তন করেন।৭১

রেফারেন্স: ২৪ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ