You dont have javascript enabled! Please enable it!

তরুণদের মধ্যে মূল্যবোেধ জাগ্রত করতে হবে- রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেন যে, বিদ্যা শিক্ষার প্রাথমিক স্তর থেকেই চরিত্র গঠন এবং বুদ্ধি বিকাশের ওপর গুরুত্ব আরােপ করা উচিত। রাষ্ট্রপতি বঙ্গভবনে আমেরিকার এ্যাম্বাসিডর কলেজের চ্যান্সেলর মি. রবার্ট ডব্লিউ আর্মস্ট্রং-এর সাথে আলাপ করছিলেন। মি. রবার্ট আমেরিকার একজন বিশিষ্ট সমাজকর্মী, চিন্তাবিদ ও দানশীল ব্যক্তি। রাষ্ট্রপতি চৌধুরী বলেন, মূল্যবােধকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যেকোনাে অনভিপ্রেত ঘটনা মােকাবেলার জন্য নৈতিক চরিত্র। সবচেয়ে বড় নিশ্চয়তা। প্রসঙ্গত তিনি বলেন, গভীর মূল্যবােধই একজন মানুষের চারিত্রিক ন্যায়নিষ্ঠা এবং বুদ্ধিমত্তাকে জাগ্রত রাখতে পারে। রাষ্ট্রপতি বলেন, আজকের দিনে সব চাইতে প্রয়ােজন হচ্ছে তরুণদের মধ্যে মূল্যবােধ জাগ্রত করা। বাংলাদেশে শিক্ষা এবং অন্যান্য সমস্যা সমাধানে মি. আর্মস্ট্রংয়ের ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান।
বঙ্গবন্ধু সকাশে আর্মস্ট্রং- মি. আর্মস্ট্রং শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে প্রায় ২৫ মিনিটকাল অবস্থান করেন। মি. আর্মস্ট্রং পরে সাংবাদিকদের জানান, তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবার জন্য তার সাথে সাক্ষাৎ করেন। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, মি. আর্মস্ট্রং তার দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন।৬৬

রেফারেন্স: ২৩ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!