পাঁচসালা পরিকল্পনায় শিল্প খাতে ৭৫০ কোটি টাকা বিনিয়ােগ করা হবে
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে, দেশের প্রথম পাঁচসালা পরিকল্পনায় শিল্প খাতে মােট প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়ােগ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বাবদ মােট বরাদ্দকৃত অর্থের মধ্যে বৈদেশিক মুদ্রার পরিমাণ হবে ৩৮৪ কোটি টাকার বেশি। অর্থাৎ মােট বরাদ্দকৃত অর্থের শতকরা ৫১ ভাগ। উক্ত সূত্রে জানা যায় যে, শিল্পখাতে মােট বরাদ্দকৃত অর্থের মধ্যে ৪শ ৮৬ কোটি টাকারও বেশি (শতকরা ৬৫ ভাগ) নয়া প্রকল্পের জন্যে ১৫৫ কোটি টাকা (শতকরা ২২ ভাগ) চালু প্রকল্পসমূহের জন্য বিভিন্ন শিল্পের আধুনিকীকরণ ও সুসামঞ্জস্য বিধানের জন্য ৯৬ কোটি টাকা, শিল্প সংক্রান্ত নির্মাণ কার্য বাবদ ১৩ কোটি টাকা এবং শিল্প গবেষণা বাবদ ১৩ কোটি টাকা ব্যয় করা হবে। উক্ত সূত্রে জানা যায় যে, শিল্পখাতে যে সকল প্রকল্প কার্যকরি করার জন্য উদ্যোগ নেয়া হবে সেগুলাের মধ্যে পেট্রো ক্যামিকেল কমপ্লেক্সই হবে বৃহত্তম এবং তা আশুগঞ্জে স্থাপন করা হবে। এ প্রকল্পে শতকরা ৫০ ভাগ প্রথম পাঁচসালা পরিকল্পনার আমলে সম্পন্ন করা হবে বলে স্থির করা হয়েছে। বস্ত্রের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতার বিধানকে এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে।৬১
রেফারেন্স: ২১ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ