গিনি মন্ত্রীর সাথে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বুধবার ঢাকায় বলেন যে, বাংলাদেশ সবসময় সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরােধিতা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশে সফররত গিনি প্রজাতন্ত্রের খনিজ ও ভূতত্ত্ব বিষয়ক মন্ত্রী জনাব মােহাম্মদ লামিন তুরের সাথে আলাপ করছিলেন। জনাব লামিন তুরে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে যান। তার সাথে ইন্দোনেশিয়া ও জাপানে নিযুক্ত গিনির রাষ্ট্রদূত জনাব হামাদি লা কুন্দে এবং আলহজ হামাদুসিলাও বঙ্গভবনে গমন করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ কোনাে দেশের স্বাধীনতার ওপর অন্য কোনাে দেশের হস্তক্ষেপে বিশ্বাস করেন না। রাষ্ট্রপতি প্রসঙ্গত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করেন। জনাব আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের শাসনতন্ত্রে বর্ণিত ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে বলেন যে, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল ধর্মের জন্য সমানাধিকার রক্ষা করা। তিনি আশা প্রকাশ করেন যে, গিনির সাথে বাংলাদেশের বন্ধুত্ব সব সময় অটুট থাকবে।৪০
রেফারেন্স: ১৪ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ