বঙ্গবন্ধুর সাথে সদরুদ্দীনের বৈঠক
জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার প্রিন্স সদরুদ্দীন আগা খান বুধবার অপরাহ্নে ঢাকা পৌছানাের পরপরই গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। প্রিন্স সদরুদ্দীন বঙ্গবন্ধুর সাথে ত্রিমুখী নাগরিক বিনিময়ের অগ্রগতি এবং পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশ প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে এ বিষয় নিয়ে আলাপ আলােচনা করেন। বঙ্গবন্ধুর সাথে আলােচনা শেষে প্রিন্স সদরুদ্দীন সাংবাদিকদের জানান, বিমানে নাগরিক বিনিময়ের অগ্রগতি সন্তোষজনক। আমরা বিষয়টি আগ্রহের সাথে লক্ষ্য করছি। পাকিস্তান থেকে বাঙালিদের প্রত্যাবর্তনের পরে তাদের পুনর্বাসনের জন্য জাতিসংঘের কোনাে কর্মসূচি আছে কিনা, সাংবাদিকরা তা জানতে চাইলে প্রিন্স বলেন, এ ব্যাপারে জাতিসংঘের সদর দপ্তরে আলাপ আলােচনা চলছে। বাংলাদেশের জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মি. জ্যাকসন বাংলাদেশে এসে স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলােচনা করেছেন বলে তিনি জানান। এর আগে প্রিন্স সদরুদ্দীন পররাষ্ট্রমন্ত্রীর সাথেও এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। তিনি ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিনের সাথেও আলাপ করেন। তিনি বৃহস্পতিবার সকালে লাহাের প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যায়।২৩
রেফারেন্স: ৭ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ