তেল সংকটের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর কৃচ্ছতা
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃচ্ছ্বতামূলক ব্যবস্থা হিসেবে একটি ছােট মােটর গাড়ি ব্যবহার শুরু করেছেন। তিনি মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে পেট্রোলের বর্ধিত দামের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে ঢাকায় জানা গেছে। প্রধানমন্ত্রী সকালে তার ধানমন্ডির বাসভবন থেকে একটি হালকা সবুজ রঙের ভিভা ভক্সহল গাড়িযােগে তার সরকারি বাসভবন গণভবনে আগমন করেন। ইতােপূর্বে তিনি সরকারি কালাে রংয়ের ‘লিমুসীন’ গাড়ি ব্যবহার করতেন। বাংলাদেশে সংযােজিত ভিভা ভক্সহল প্রতি গ্যালন পেট্রোলে প্রায় ২৫ মাইল চলে। পক্ষান্তরে লিমুসিন চলে ৮ মাইল।২৭
রেফারেন্স: ৯ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ