You dont have javascript enabled! Please enable it! 1973.11.05 | চিকিৎসার সুযােগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌছে দিন– তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

চিকিৎসার সুযােগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌছে দিন– তাজউদ্দীন আহমদ

অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ পূর্ণাঙ্গ জাতীয় স্বাস্থ্য প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় স্বাস্থ্য প্রশিক্ষণ কর্মসূচিতে সাধারণ মানুষকে বিশেষ করে পল্লী জনগণকে শিক্ষিত করে তুলতে হবে। তিনি আরাে বলেন, প্রচলিত চিকিৎসার সুযােগ সুবিধা যাতে সাধারণ মানুষ লাভ করতে পারে তার নিশ্চয়তা বিধান করতে হবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ গতকাল সকালে ইনস্টিটিউট অব পােস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে চিকিৎসা ব্যবস্থার সাধারণ সমস্যা সম্পর্কিত ১০ দিনব্যাপী একটি সেমিনারে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী দীর্ঘ বক্তৃতায় জনাব তাজউদ্দীন আহমদ দেশের গ্রামাঞ্চলে বিভিন্ন রােগ এবং চিকিৎসা সমস্যাসমূহ নিয়ে আলােচনা করেন। তিনি ডাক্তারের সাধারণ চিকিৎসা শিক্ষার ওপর মনােযােগ দানের আহ্বান জানান। তিনি গ্রামের মানুষের কাছে চিকিৎসার সুযােগ-সুবিধা পৌছে দেয়ার ওপর গুরুত্ব আরােপ করে বলেন, প্রচলিত চিকিৎসা পদ্ধতির পরিবর্তন করার প্রয়ােজন রয়েছে। তিনি জনসাধারণের স্বাস্থ্যের উন্নতি সাধনের ওপর গুরুত্ব আরােপ করে বলেন, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত এবং সাথে সাথে জাতীয় স্বাস্থ্যের উন্নতির দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যের সমস্যা সমূহের সমাধানের পথ বের করতে এই সেমিনার বিশেষ ভূমিকা পালন করবে। এ প্রসঙ্গে তিনি লােকসংখ্যা নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, লােকসংখ্যা বৃদ্ধি কার্যকারিভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে জাতীয় উন্নয়নের সকল পরিকল্পনা ও কর্মসূচি ব্যর্থ হবে।
ডা. নুরুল ইসলাম : পূর্বাহ্নে অর্থমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তৃতাকালে ইন্সটিটিউটের ডাইরেক্টর ডা. নুরুল ইসলাম সেমিনারের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি চিকিৎসাক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার বিস্তারিত বিবরণ দেন। তিনি ইনস্টিটিউটকে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের আবাসিক প্রতিনিধি ড. এস, স্ট্রিট এবং ইনস্টিটিউটের অধ্যাপক কর্নেল এ, মালেকও আলােচনায় অংশগ্রহণ করেন।১১

রেফারেন্স: ৫ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ