You dont have javascript enabled! Please enable it!

মওলানা ভাসানীর অভিযােগ

ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী-ন্যাপ) সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অভিযােগ করেছেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন এবং ভারতের সহযােগিতায় দেশের বামপন্থীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” মওলানা ভাসানী রােববার টাঙ্গাইল হতে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে উপরােক্ত অভিযােগ করেন। তিনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে তা প্রতিরােধ করার জন্য বিরােধী দলীয় রাজনৈতিক দলগুলাে এবং বামপন্থী শক্তিসমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মওলানা ভাসানী অভিযােগ করেন, রক্ষীবাহিনী দুষ্কৃতিকারী দমনের নামে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং কোনাে কোনাে ক্ষেত্রে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবসহ মুক্তিযােদ্ধা ও ছাত্রদের হয়রানি করছে। তিনি রক্ষীবাহিনীকে এই জাতীয় কার্যকলাপ হতে বিরত রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।১০

রেফারেন্স: ৪ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!