You dont have javascript enabled! Please enable it! 1973.11.06 | রুশ-বাংলা মৈত্রী বন্ধন জোরদার হবে- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রুশ-বাংলা মৈত্রী বন্ধন জোরদার হবে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঙ্গলবার আশা প্রকাশ করেন যে, দুই দেশের আন্তরিক প্রচেষ্টায় সােভিয়েত ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যকার বর্তমান মৈত্রী বন্ধন আরাে জোরদার হবে। সােভিয়েত ইউনিয়নের মহান অক্টোবর বিপ্লবের ৫৬তম বার্ষিকী উপলক্ষে সােভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেস্কি কোসিগিনের নিকট প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে বঙ্গবন্ধু বলেন যে, মহান সমাজতান্ত্রিক বিপ্লবে সােভিয়েত জনগণের বিজয় বিশ্বের নির্যাতিত মানুষের নিকট চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু তার বাণীতে সােভিয়েত জনগণের উত্তরােত্তর সমৃদ্ধি কামনা করেন। নিচে বঙ্গবন্ধুর বাণীর পূর্ণ বিবরণ দেয়া হলাে: ‘মহান অক্টোবর বিপ্লবের ৫৬তম বার্ষিকী উপলক্ষে আপনাকে, আপনার সরকার এবং সােভিয়েত ইউনিয়নের বন্ধুভাবাপন্ন জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সমাজতান্ত্রিক বিপ্লবে আপনার মহান দেশের বিজয় সব সময় বিশ্বের নির্যাতিত ও সংগ্রামী জনগণকে প্রেরণা জোগাবে। এই দিনে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকার ও এদেশের জনগণের পক্ষ থেকে সর্বক্ষেত্রে সােভিয়েত ইউনিয়নের জনগণের উন্নতি কামনা করছি। আমি আশা প্রকাশ করি যে, দুই দেশের জনগণের আন্তরিক প্রচেষ্টায় সােভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বর্তমান মৈত্রী বন্ধন উত্তরােত্তর জোরদার হবে। আপনি দয়া করে আপনার স্বাস্থ্যের শুভ কামনা এবং সােভিয়েত ইউনিয়ন জনগণের শুভেচ্ছা কামনা গ্রহণ করুন।১৫

রেফারেন্স: ৬ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ