রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন
যােগাযােগমন্ত্রী জনাব এম, মনসুর আলী বাংলাদেশ রেলওয়েকে জনগণের উপযােগী ও একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে রেলওয়ের অফিসারদের প্রতি দৃঢ় সংকল্প গ্রহণ করার আহ্বান জানান। মন্ত্রী মহােদয় বৃহস্পতিবার সকালে ‘রেল ভবনে’ রেলওয়ের অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। যােগাযােগমন্ত্রী রেল কর্মচারীদের দ্রুত চাকা ঘুরাতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে যাবার আহ্বান জানান। তিনি বলেন, কর্তব্য কাজে ফাঁকি দিলে কাউকে রক্ষা করা হবে না। কর্তব্য কাজে ফাকি দিয়ে শহীদদের সােনার বাংলার স্বপ্ন নস্যাৎ করার কাজে কাহাকেও মাথা তুলে দাড়াতে দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
যােগাযােগমন্ত্রী সকাশে সােভিয়েত রাষ্ট্রদূত : বাংলাদেশে নিযুক্ত সােভিয়েত রাষ্ট্রদূত আদ্রে ফোমিন এবং চট্টগ্রামে জাহাজ উদ্ধার করার কাজে নিয়ােজিত সােভিয়েত টিমের প্রধান এডমিরাল জুয়েঙ্কো বৃহস্পতিবার বিকেলে যােগাযােগমন্ত্রী জনাব মনসুর আলীর বাসভবনে সাক্ষাৎ করেন। তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলােচনা করেন।২
রেফারেন্স: ১ নভেম্বর ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ