সমাজবিরােধীর প্রতি কড়া নজর রাখুন- ব্যারিস্টার আমীর-উল ইসলাম
কুষ্টিয়া। খাদ্য বিভাগের উপমন্ত্রী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন যে, সরকার যখন দেশের মৌলিক সমস্যাবলি নিরসনের জন্য দৃঢ় সংকল্প, তখন এক শ্রেণির সমাজ বিরােধী লােক আইন শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের সেই সংকল্পকে ব্যর্থ করার প্রয়াস পাচ্ছে। এই সমাজ বিরােধী শ্রেণির প্রতি কড়া নজর রাখার প্রতি তিনি জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী স্থানীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তার উদ্দেশে প্রদত্ত গণসম্বর্ধনার জবাবে ভাষণদানকালে এই কথা বলেন। তিনি খাদ্য সমস্যা নিরসনের জন্য এবং দুষ্কৃতিকারীদের নির্মূল করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন তার সাথে সহযােগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় আরও ভাষণ দান করেন সংসদ সদস্য জনাব আবদুর রউফ চৌধুরী ও জনাব শামসুল আলম। মন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে সরকারি কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভাষণ দান করেন।৬৩
রেফারেন্স: ১৯ অক্টোবর ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ